মডেলদের নিয়ে রিনা'স ক্রিয়েশনের নতুন চমক
আসন্ন রথযাত্রা এবং দুর্গাপুজো উপলক্ষে, রিনাস ক্রিয়েশনস তাদের নতুন সংগ্রহ চালু করল। এর পাশাপাশি তাদের সংগঠনের জন্মবার্ষিকীও উদযাপন করল। এই উপলক্ষে তাদের শোরুমে নতুন কালেকশন নিয়ে এক নজরকাড়া ফ্যাশন শোর আয়োজন করা হয়। সংগ্রহের কথা বলতে গিয়ে, রিনাস ক্রিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের সংগ্রহগুলি পাইকারি বিক্রি করত। এখন এগুলো দিয়ে খুচরা ব্যবসার দিকে নজর দিচ্ছে সংগ্রহ তারা আরও জানান, খুচরা বিক্রেতা হলেও পাইকারি দামে সংগ্রহ ছেড়েছেন। ফ্যাশনেবল জামাকাপড় ও শাড়ি সব ধরনের উপকরণ তারা রাখে পুরুষ ও মহিলাদের জন্য। শাড়ির সঙ্গে মানানসই গয়নাও খুঁজে পাওয়া যাবে। পুরুষদের জন্য ডিজাইনিং ধুতি, পাঞ্জাবি ও কুর্তা পাওয়া যাবে। সবকিছুর দামই নাগালের মধ্যে। সব ধরনের ক্রেতাদের জন্য রিনার ক্রিয়েশনে রয়েছে সব ধরনের কালেকশন।